ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বোমা সদৃশ বস্তু দেখে ভবন ঘিরে রেখেছে র‍্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
বোমা সদৃশ বস্তু দেখে ভবন ঘিরে রেখেছে র‍্যাব

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নবাবপুর রোডে একটি বাড়িতে বোমা সদৃশ বস্তুর সন্ধান পেয়ে বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে বাড়িটি ঘিরে ফেলেন র‌্যাবের সদস্যরা।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনাস্থলের উদ্দেশে র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট রওনা হয়েছে।

বোম্ব ডিজপোজাল ইউনিটের কার্যক্রম শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে র‍্যাব।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।