ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চম দফা অবরোধের জেরে ১৮ গাড়িতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
পঞ্চম দফা অবরোধের জেরে ১৮ গাড়িতে আগুন

ঢাকা: বিএনপি-জামায়াতের পঞ্চম দফা টানা ৪৮ ঘণ্টা অবরোধের জেরে দেশজুড়ে ১৬টি স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ১৮টি যানবাহন।

 

সোমবার (১৪ নভেম্বর) অবরোধের আগের দিন থেকে অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক এসব অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ১৪ থেকে ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত দেশজুড়ে ১৬টি স্থানে আগুন দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এসব ঘটনায় পুড়িয়ে দেওয়া হয়েছে ১৮টি যানবাহন।

এর মধ্যে ঢাকা সিটিতে পাঁচটি, ঢাকা বিভাগের দোহার ও টাঙ্গাইলে দুটি, বরিশালের ঝালকাঠিতে একটি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে পাঁচটি, চট্টগ্রাম ও চাঁদপুরে দুটি, সিলেট সদর এলাকায় একটি ঘটনা ঘটে।

এসব ঘটনায় সাতটি বাস, তিনটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, দুটি লেগুনা, একটি ট্রেন পুড়ে যায়। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৮ ইউনিট ও ১৫৩ জন জনবল কাজ করে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।