ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ ছাত্রদলের সাবেক সহসভাপতি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
নারায়ণগঞ্জ ছাত্রদলের সাবেক সহসভাপতি গ্রেপ্তার

ঢাকা: গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে উপস্থিত থেকে নাশকতায় সরাসরি অংশগ্রহণ ও নারায়ণগঞ্জ এলাকায় বিভিন্ন যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু তালেব মাসুম ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, প্রায় ১৫ মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু তালেব মাসুম ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩

এমএমআই/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।