ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাফরুলে বাসে আগুন, আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
কাফরুলে বাসে আগুন, আটক ১ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কাফরুলে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কাফরুল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানী আগারগাঁও তালতলা এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে মিরপুর ১০ নম্বর থেকে দুইজন বাসে উঠে। বাসে আগুন দেওয়ার পরপরই অপর একজন পালিয়ে যায়। একজন পুলিশ হেফাজতে আছে।

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আগারগাঁও তালতলায় একটি বাসে আগুন দেওয়ার সংবাদে ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়। পরে ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগে এক কলারের মাধ্যমে জানা যায় আগুন নিভে গেছে পরে ফেরত আনা হয় ইউনিট।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।