ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে কিছুটা ঢিলেঢালা হরতাল, তবে চলছে না দূরপাল্লার যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
সিলেটে কিছুটা ঢিলেঢালা হরতাল, তবে চলছে না দূরপাল্লার যান

সিলেট: সরকার পতনের এক দফা দাবিসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার হরতাল সিলেটে কিছুটা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।

রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে  ৪৮ ঘণ্টার হরতাল শুরু হলেও সিলেটে যানবাহন চলাচল ও জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

ভোরের দিকে সিলেটে যানবাহন চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল বেড়েছে।

সরেজমিন সকাল সোয়া ১০টার দিকে দেখা গেছে, নগরের কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, সুরমা মার্কেট পয়েন্টসহ বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। খুলেছে দোকানপাটও।   

এ ছাড়া অফিস-আদালত, স্কুল-কলেজও যথারীতি খোলা রাখা হয়েছে। ভাঙচুরের আশঙ্কায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত বাসগুলো বন্ধ রাখা হয়েছে।

সকাল থেকে নগরের কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে হরতালের সমর্থনে বিশৃঙ্খলা রোধে নগরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি র‍্যাব-বিজিবির টহল চলছে।  

হরতালে ট্রেন চলাচল অব্যাহত থাকলেও দূর পাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে আঞ্চলিক সড়কগুলোতে যাত্রী নিয়ে বাস ও হালকা যানবাহন চলাচল করছে বলে জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সংশ্লিষ্টরা।  

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির পাশাপাশি জামায়াতও একই সময় দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়।
 
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।