ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে হরতাল সমর্থনে ঝটিকা মিছিল, বাস ভাঙচুর  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
লক্ষ্মীপুরে হরতাল সমর্থনে ঝটিকা মিছিল, বাস ভাঙচুর  

লক্ষ্মীপুর: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে লক্ষ্মীপুরে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এসময় শতাব্দী ও শ্যামলী পরিবহন নামে দুইটি বাস ভাঙচুর করে তারা।

রোববার (১৯ নভেম্বর) সকালে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে  এই ঝটিকা মিছিল বের করে তারা। তবে পুলিশ আসার আগেই দ্রুত স্থান ত্যাগ করেন হরতাল সমর্থকরা।

এদিকে হরতালে নাশকতা এড়াতে লক্ষ্মীপুরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র‌্যাবসহ বিজিবি সদস্যরা। সকাল থেকেই সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।