রাঙামাটি: রাঙামাটির রাজবন বিহারে বেইন ঘর ও সুতা কেটে উদ্বোধনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৪৮তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে বেইন ঘর উদ্বোধন করেন রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান।
এর আগে বেইন ঘরে পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। এ সময় বিশ্ববাসীর মঙ্গল, সুখ, শান্তি কামনায় প্রার্থনা করেন তিনি।
এ সময় পুণ্যার্থীদের সাধু সাধু ধ্বনিতে মুখরিত হয় পুরো রাজবন বিহার প্রাঙ্গণ।
আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) সকালে ভিক্ষু সংঘের কাছে এ চীবর দান করা হবে।
এদিকে উৎসবকে ঘিরে বিহারের চারপাশ ঘিরে বসেছে মেলা। উৎসব শান্তি-শৃঙ্খলাভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে বিহার এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ সময় বিহার উপাসক উপাসিকা পরিষদের অন্যান্য নেতারা ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এসআরএস