ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতার মামলায় গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
নাশকতার মামলায় গ্রেপ্তার ৪

ঢাকা: পুলিশের কাজে বাধাদান ও হত্যার উদ্দেশ্যে হামলা সংক্রান্ত নাশকতার মামলায় চার নাশকতাকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তাররা হলেন- শাহ্ আলম গোলাপ (৪৫), মো. শামছুল ইসলাম (৪৬), ২৪ নং ওয়ার্ড, লালবাগ থানা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাহাতুল ইসলাম (৫৫)  ও জিন্নাতুল ইসলাম মজুমদার (৪৪)।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।  

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা, কোতোয়ালি, বংশাল ও লালবাগ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।  

শুক্রবার (২৪ নভেম্বর) র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। এ ছাড়া তারা আগে রাজধানীর ডেমরা, কোতোয়ালি, বংশাল ও লালবাগ এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে আগুন দেওয়াসহ বিভিন্ন  নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে জানা যায়।  

গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।