ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাড়ির সঙ্গে পুলিশের পিকআপের সংঘর্ষ, কনস্টেবল নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
গাড়ির সঙ্গে পুলিশের পিকআপের সংঘর্ষ, কনস্টেবল নিহত প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরে অজ্ঞাত এক গাড়ির সঙ্গে পুলিশের টহল পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে।  

এতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

এঘটনায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত পুলিশ সদস্য হলেন- গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার কনস্টেবল বিতান বড়ুয়া (৩৮)। তার বাড়ি কক্সবাজারের রামু থানা এলাকায়।  

আহতরা হলেন- ওই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোছাব্বির ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন।  

শনিবার (২৫ নভেম্বর) ভোরে গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর দ্রুত তিন পুলিশ সদস্যকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কনস্টেবল বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গাজীপুর মেট্টোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ঘাতক গাড়িটি আটক করা যায়নি। এ ব্যাপারে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২২৩, ২৫ নভেম্বর, ২০২৩
আরএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।