ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যুবকের রহস্যজনক মৃত্যু, সহকর্মীদের দাবি ভবন থেকে পড়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
যুবকের রহস্যজনক মৃত্যু, সহকর্মীদের দাবি ভবন থেকে পড়ে

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে মিনহাজ (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহত যুবকের সহকর্মীদের দাবি, জানালার পর্দা লাগানোর সময় তিনি ভবন থেকে নিচে পড়ে যান।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার জগন্নাথ সোনাপুর গ্রামের নুর নবীর ছেলে মিনহাজ। উত্তর বাড্ডা স্বাধীনতা সরণিতে ওয়েস্টার্ন ব্লাইন্ডস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে সহকারীর কাজ করতেন তিনি।

মিনহাজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা ওই প্রতিষ্ঠানটির পরিচালক সুমন মজুমদার ও কর্মী কাজী আমজাদ হোসেন আবির জানান, তারা বিভিন্ন অফিস বা বাসায় গিয়ে জানলার পর্দা লাগানোর কাজ করেন। সকালে আগারগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের ৮ম তলায় একটি অফিস কক্ষে কাজ করছিলেন মিনহাজ, জাহিদ ও সেন্টু নামে তিনজন। বিকেলে খবর পান, ওই ভবন থেকে নিচে পড়ে গেছেন মিনহাজ।

প্রতিষ্ঠানটির পরিচালক সুমন মজুমদার নিউরোসায়েন্স হাসপাতালে গিয়ে আহত অবস্থায় মিনহাজকে দেখতে পান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তবে ঘটনার সময় একসঙ্গে কাজ করা জাহিদ ও সেন্টুকে ঢাকা মেডিকেলে পাওয়া যায়নি। জানালায় পর্দা লাগানোর সময় মিনহাজ কীভাবে ভবনের নিচে পড়ে যায় জানতে চাইলে কিছুই জানাতে পারেননি প্রতিষ্ঠানটির পরিচালক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি শেরে বাংলানগর থানাকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।