ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে শিশুর মৃত্যু সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে আগুনে পুড়ে প্রণয় নামে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার দেবীপুর ইউনিয়ন দক্ষিণ মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত প্রণয় দেবীপুরের মণ্ডলপাড়া গ্রামের দিপু চন্দ্র রায়ের ছেলে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশ জানায়, দুপুরে প্রণয়কে ঘুমের মধ্যে রেখে গোবর কুড়াতে যান তার মা।  হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লেগে যায়। এসময় ঘুমিয়ে থাকা শিশুসহ ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা আগুন দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দিন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।