ঢাকা: দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ২ বিমানকর্মীকে আর্থিক সহায়তা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
গত ১২ নভেম্বর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি স্টাফ বাসে করে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন ক্লিনিং স্টাফ মানিক চন্দ্র দাস ও রাজেন্দ্র দাসসহ আরও কয়েকজন বিমানকর্মী।
মানবিক দিক বিবেচনায় বিমান ম্যানেজমেন্ট ক্ষতিগ্রস্ত ২ জন বিমানকর্মীকে আর্থিক সহায়তা দিয়েছে। সোমবার (২৭ নভেম্বর) বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম ওই দুইজনের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, বিমানকর্মীরা সার্বক্ষণিক জরুরি পরিষেবায় নিয়োজিত থাকেন। সব ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও যাত্রীদের সুবিধার্থে নিরবচ্ছিন্ন সেবা চালু রাখা হয়েছে। নিরীহ মানুষকে টার্গেট করে এ ধরনের সহিংসতা কখনও কাম্য নয়। তিনি সাধারণ মানুষকে হয়রানি ও ক্ষতিগ্রস্ত না করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের পাশে থাকার জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এমকে/এফআর