ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ১৪ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
সিরাজগঞ্জে ১৪ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।

 

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- বগুড়া জেলার বেলঘাড়িয়া সাধিপুকুরপাড়া গ্রামের ইমান আলী শেখের ছেলে মো. কদম আলী শেখ (৩০) ও রংপুর জেলার মিঠাপুকুর থানার বাহাদুরপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. নাসির মিয়া (২৫)।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দীন জানান, ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে ডিউটির সময় একটি ট্রাকে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকটি থেকে ১৪ হাজার ইয়াবাসহ ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। দু’জনের মধ্যে কদম আলীর বিরুদ্ধে একটি মাদক মামলা আদালতে বিচারাধীন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।