ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

অবরোধে রাজধানীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
অবরোধে রাজধানীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক

ঢাকা: সরকার পতনের এক দফা দাবিতে সারা দেশে চলছে বিএনপি-জামায়াতসহ সমমনা দল ও জোটের টানা ৪৮ ঘণ্টার অবরোধ।

রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া নবম দফায় এই অবরোধ চলবে আগামী মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

অবরোধে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম দেখা গেলেও স্বাভাবিকভাবেই চলছে সব ধরনের যানবাহন। এদিন সকালে রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজার, ফার্মগেট, বাংলামোটর ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সড়কে বাস, সিএনজি, প্রাইভেটকার, রিকশাসহ সব ধরনের যানবাহন চলছে। সপ্তাহের প্রথম কর্মদিবস হিসেবে সড়কে খুব একটা যানজট নেই। তবে কারওয়ান বাজার, ফার্মগেট ও বাংলামোটর এলাকার সিগনালগুলোয় কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে যানবাহনকে। এতে মাঝে মাঝে জটেরও সৃষ্টি হচ্ছে। গণপরিবহনের সংখ্যা কিছুটা কম চলাচল করলেও যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে না। বরং অনেকটা স্বস্তিতেই গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা।

বেসরকারি চাকরিজীবী সনজিদা শম্পা কাঁচপুর থেকে অফিস করতে এসেছেন কারওয়ান বাজার। তিনি বলেন, রাস্তায় তেমন কোনো যানজট নেই। অবরোধের ছিটেফোঁটাও নেই। শুধু সিগনালগুলোয় কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হয়েছ।

শিকড় বাসের হেলপার ফিরোজ বলেন, স্বাভাবিকভাবেই বাস চলছে। অবরোধের প্রথম দিকের তুলনায় এখন বাস চলাচল অনেক বেড়েছে। অবরোধ নেই বললেই চলে।

রাইড শেয়ারিং করেন মো. ইউনূস ইসলাম রবিন। তিনি বলেন, কারওয়ান বাজার এলাকায় যানবাহন অনেক মনে হচ্ছে। তবে অন্য এলাকায় যানবাহন কম। তবে আগের তুলনায় যানবাহন চলাচল বেড়েছে।

এদিকে, অবরোধে যেকোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়কে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এরআগে, সরকার পতনের এক দফা দাবিতে আট দফায় অবরোধ পালন করে বিএনপি-জামায়াতসহ সমমনা দল ও জোটগুলো।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এসসি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।