ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে খড়বোঝাই ট্রাকে আগুন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
দিনাজপুরে খড়বোঝাই ট্রাকে আগুন 

দিনাজপুর: দিনাজপুরে একটি খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ আহত না হলেও ট্রাকে থাকা সব খড় পুড়ে গেছে।

রোববার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ট্রাকচালক রবিউল সরদার বলেন, বীরগঞ্জ উপজেলা থেকে ট্রাকে খড়বোঝাই করে ময়মনসিংহের ভালুকার উদ্দেশ্যে রওনা হই। রাত সাড়ে ৯টায় দিনাজপুর সদর উপজেলার গাবুড়া বাজার পার হলে চলন্ত ট্রাকে তিনটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে জালিয়াপাড়া পেট্রল পাম্পের সামনে ট্রাকটি থামিয়ে আগুন নেভানোর চেষ্টা করে চালক ও স্থানীয়রা। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকটির খড়ের লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা চলন্ত ট্রাকে খড়ে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।  

এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।