ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে চলন্ত বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
গাজীপুরে চলন্ত বাসে আগুন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের জিরানী বাজার এলাকায় একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। জিরানী বাজার এলাকায় পৌঁছালে বাসের পেছন দিকের সিট থেকে ধোঁয়া বের হতে থাকে। এসময় চালক বাসটি থামালে যাত্রীরা নেমে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে গেছে।  

গাজীপুরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, যারা বাসে আগুন দিয়েছে তাদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।