ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মকলেছ (২৮) ও জহুরুল ইসলাম (২৭) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

এছাড়াও বালীয়াডাঙ্গী উপজেলার সীমান্তে ইদ্দিশ আলী (৩০) নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

 

সোমবার (০৪ ডিসেম্বর) ভোরে হরিপুর উপজেলার সীমানার ৩৭০/৩ নম্বর মেইন পিলারের মাঝামাঝি নারগাঁও ক্যাম্পে এ ঘটনা ঘটে।  

অপরদিকে বালীয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তে অনুপ্রবেশ করার সময় একজন গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি রংপুর হাসপাতালে চিকিৎসাধীন।  

মোখলেছ উপজেলার গেদুড়া ইউনিয়নের গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং জহুরুল ইসলাম আব্দুল বাসেতের ছেলে।  
আহত ইদ্দিশ আলী বালীয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বারোসা গ্রামের দুলু মোহাম্মদের ছেলে৷ 

দুজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে গেদুড়া ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারগাঁও ক্যাম্পের বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মোখলেছ মারা যায় ও জহুরুল আহত হয়। আহত জহুরুলকে বিএসএফ আটক করে ভারতের ইসলামপুর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ আরেকজনের মরদেহ পতাকা বৈঠকে মাধ্যমে মঙ্গলবার ফেরত দেওয়ার কথা রয়েছে৷ 

বালীয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত রাতে রত্নাই সীমান্তে বিএসএফ গুলি ছোড়ে। তাতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।  

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।