ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেন চলাচল শুরু হতে আরও সময় লাগবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
ট্রেন চলাচল শুরু হতে আরও সময় লাগবে

ঢাকা: ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। ট্রেন চলাচল শুরু হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসাইন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি এ তথ্য জানান। বিকেল পৌনে ৫টার দিকে স্টেশনের আউটারের কাছে নাখালপাড়া এলাকায় আখাউড়া থেকে কমলাপুরমুখী তিতাস কমিউটার ট্রেন দুর্ঘটনার শিকার হয়।

ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হলেও হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ বগি তিনটি লাইনচ্যুত হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এলিভেটেড এক্সপ্রেওয়ে প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। স্পটে গিয়ে বিস্তারিত জেনে বলবেন।

ট্রেন চলাচল শুরুর বিষয়ে কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসাইন বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের সঙ্গে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষ হয়। ওই সময়ে আপ লাইন দিয়ে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস চালানো হয়েছিল। তাই সেটিও সেখানে দাঁড়িয়ে আছে।   

তিনি বলেন, এটি ঠিক হতে এখনো প্রায় ২ ঘণ্টার মতো সময় লাগতে পারে।

রাত ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, এখন পর্যন্ত কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়নি। ঘণ্টাখানেক সময় লাগবে ট্রেন চলাচল শুরু হতে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
এনবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।