ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে শিয়ালের কামড়ে আহত ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
ভৈরবে শিয়ালের কামড়ে আহত ১৪

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে শিয়ালের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সোয়েব মোল্লা নামের একজনকে গুরুতর অবস্থায় ঢাকার মহাখালী আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত ভৈরব উপজেলার বিভিন্ন এলাকায়ে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার অনিক মোল্লা (২৬), সোয়েব মোল্লা (৫০), কাজী আল আমিন (৪০), তমাল খা (২৪), শুভ (২২), আলম (২০), পুলতাকান্দা এলাকার সোলেয়মান (৩৬), ভৈরবপুর গ্রামের আরমান (২৬), উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রবিন মিয়া (১৯) মধ্যচর গ্রামের ফরিদ মিয়া (৪৩), সোহেলা বেগম (৩০), রুবেল (২৮), জামালপুর গ্রামের মোশারফ (৩৫) ও পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তানভীর (২৬)।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভৈরব উপজেলার চণ্ডিবের এলাকার অনিক মোল্লাকে হাত ও পায়ে কামড় দেয় একটি শেয়াল। এছাড়া শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল উপজেলার ভৈরবপুর গ্রামের আরমান (২৬) ও মধ্যচর গ্রামের ফরিদ মিয়াসহ (৪৩) বিভিন্ন স্থানে ১৩ জন শিয়ালের কামড়ে আহত হন।

পরে স্থানীয় লোকজন একটি পাগলা শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেন। শিয়ালের কামড়ের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কেউ বাসা থেকে বের হতে চাইছেন না। শিয়ালের কামড়ে আহত লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সোয়েব মোল্লা নামে একজনকে গুরুতর অবস্থায় ঢাকার মহাখালী আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোহরাব হোসেন সৌরভ বাংলানিউজকে জানান, শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে ১৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। আহতদের ইমুনোগ্লোবিন টিকা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।