ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কর্ণফুলী নদীতে ডিঙি নৌকা থেকে পড়ে মাদরাসাছাত্র নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
কর্ণফুলী নদীতে ডিঙি নৌকা থেকে পড়ে মাদরাসাছাত্র নিখোঁজ

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে ডিঙি নৌকা থেকে পড়ে মো. তাহসিন (১২) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপু এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ মাদরাসাছাত্র তাহসিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর এলাকার আবুল হাসেমের ছেলে।
তাহসিন কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যায়নরত ছিল।
বগারচর হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, ছেলেটি কাউকে না জানিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশে ছোট ডিঙি নৌকায় করে কর্ণফুলী নদী পার হতে গিয়ে কেপিএম কয়লার ডিপু এলাকা সংলগ্ন নদীতে পড়ে যায়। এই খবর পাওয়ার পর আমরা ৯৯৯-নাম্বারে কল করে পুলিশকে খবর দেই।

পরে কাপ্তাই থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং কাপ্তাই নৌ-বাহিনীর ডুবুরি দল ও কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয়।

কাপ্তাই থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ, নৌ-বাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল মাদরাসাছাত্রকে উদ্ধারের জন্য সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।