ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পানছড়িতে নিহত চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, থানায় মামলা

স্টাফ করেসসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
পানছড়িতে নিহত চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, থানায় মামলা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত চারজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

এর আগে সকালে ৯টার দিকে মরদেহগুলো পানছড়ি থানা থেকে আনা হয়।

ময়নাতদন্ত শেষে নিহত বিপুলের মরদেহ তার কাকা নিরুপম চাকমার কাছে হস্তান্তর করা হয়। লিটনের মরদেহ বড় ভাই সুগতি চাকমা, সুনীলের মরদেহ চোট ভাই হনেশ্বর ত্রিপুরা এবং রহিনসার মরদেহ তার বড় ভাই চন্দ্র বিকাশ ত্রিপুরার কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় পানছড়ির পুজগাং ইউনিয়নে চারজনের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।  

এদিকে চারজনকে হত্যার ঘটনায় পানছড়ি থানায় মামলা দায়ের করেছেন নিহত বিপুল চাকমার কাকা নিরুপম চাকমা। মামলায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

গত সোমবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে পানছড়ির অনিল পাড়া নামক এলাকায় অস্ত্রধারীরা ওই চারজনকে গুলি করে মারে। একইসঙ্গে হরি কমল ত্রিপুরা, প্রকাশ ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নামে তিনজনকে অপহরণ করে নিয়ে যায়।  

এই ঘটনায় মূল ইউপিডিএফ দলের একাংশ ইউপিডিএফ-গণতান্ত্রিককে দায়ী করেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।