ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাবার বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে লাশ হলেন ছেলে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
বাবার বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে লাশ হলেন ছেলে প্রতীকী ছবি

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২ নম্বর গেটের সামনের সড়কে শিকড় পরিবহনের একটি বাসের ধাক্কায় বাইকে থাকা ওয়াসিফ উল্লাহ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পরপরই বাসটি জব্দ করেছে পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দুই নম্বর গেটের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোড এলাকার বাসিন্দা। তার বাবার নাম সুরত উল্লাহ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, ওয়াসিম উল্লাহ সড়ক দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময় শিকড় পরিবহন ওই যুবককে সজোরে ধাক্কা দেয়। পরে বাইক নিয়ে ছিটকে পড়ে যায় সড়কে সে। পরে উপস্থিত লোকজন,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিকড় পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে যতটুক জানা গেছে বাইকটি নিহতের বাবার ছিল।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।