ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৪ ইউপিডিএফ সদস্য হত্যা, পানছড়ি বাজার বয়কট শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
৪ ইউপিডিএফ সদস্য হত্যা, পানছড়ি বাজার বয়কট শুরু

খাগড়াছড়ি: ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমাসহ চারজনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি বাজার বয়কট কর্মসূচি শুরু হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) থেকে ইউপিডিএফের ডাকে এক মাসের জন্য বাজার বয়কট করার কথা বলা হয়।

এদিকে বাজার বয়কটের কারণে পাহাড়িরা বাজারে আসছেন না। এর ফলে বাজারে বেচাকেনা কমে আসবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

এর আগে ২০১৮ সালেও পানছড়ি বাজার বয়কট করেছিল আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ।

উল্লেখ্য, গত সোমবার (১১ ডিসেম্বর) জেলার পানছড়ির দুর্গম অনিলপাড়া গ্রামে দুর্বৃত্তের গুলিতে চার ইউপিডিএফ সদস্য নিহত হন এবং তিনজনকে অপহরণ করা হয়। পরে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে অপহৃতদের উদ্ধার করেছে সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।