ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

স্বাধীনতা বিরোধীরা অপচেষ্টা করছে, সজাগ থাকতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
স্বাধীনতা বিরোধীরা অপচেষ্টা করছে, সজাগ থাকতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

লালমনিরহাট: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধের সময় থেকে স্বাধীনতা বিরোধীরা এখনও দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে। তাদের প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে যারা ভূলুণ্ঠিত করতে ষড়যন্ত্রে মেতে উঠেছিল। ১৯৭৫ সালের সেই অপশক্তি স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। ব্যাপক হত্যাযজ্ঞা চালিয়েও থেমে থাকেনি। সেই স্বাধীনতা বিরোধী অপশক্তি আজও দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা করছে। অপশক্তি রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাই।

বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উদ্দেশ্যে সমাজকল্যাণমন্ত্রী বলেন, বাঙালি জাতি সত্তাকে উন্মোচিত করতে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও আপনাদের অবদান পৃথিবীর শেষ দিন পর্যন্ত থাকবে বাঙালির হৃদয়ে। এ অবদান কখনই কোনো অপশক্তি তা অস্বীকার করতে পারবে না।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন আকতারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।