ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাসের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
গোপালগঞ্জে বাসের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাসের ধাক্কায় উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস মল্লিক (৪০) নিহত হয়েছেন।  

রোববার(১৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ  দুর্ঘটনা ঘটে।

 

নিহত দেবদাস মল্লিক পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার পুরুবুনিয়া গ্রামের যোগেন্দ্রনাথ মল্লিকের ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে গোপিনাথপুর এলাকায় কর্মরত  ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেষ করে দুপুরে সদর উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে মোটরসাইকেলে করে অফিসে ফিরছিলেন দেবদাস। পথে ফকিরকান্দি এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।