ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বিএনপির লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
বরিশালে বিএনপির লিফলেট বিতরণ

বরিশাল: ৭ জানুয়ারীর নির্বাচনকে ডামি নির্বাচন দাবি করে সেটি বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরিতে বরিশালে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরের সোনামিয়ার পুল এলাকায় নগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে এ কর্মসূচি হয়েছে।

এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জনসাধারণের হাতে লিফলেট তুলে দেন।

পাশাপাশি নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ অসহযোগ আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বানে বিভিন্ন স্লোগান দেন তারা।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।