ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় শম্ভুর ২ নির্বাচনী ক্যাম্পে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
বরগুনায় শম্ভুর ২ নির্বাচনী ক্যাম্পে আগুন

বরগুনা: বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এঘটনায় নৌকার কোনো কর্মী হতাহত হয়নি।

 

শুক্রবার (৫ জানুয়ারি) ভোররাতে রাতে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের রোডপোড়া বাজারে আওয়ামী লীগের ২টি নির্বাচনী ক্যাম্পে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরগুনা পৌর শাখার সভাপতি ও নৌকার প্রচারণা কমিটির সদস্য সাগর কর্মকার বাংলানিউজকে বলেন, ভোররাতে নৌকা প্রতীকের অস্থায়ী নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়। জেলা পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

বিষয়টি নিশ্চিত করে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু মনোনীত প্রার্থীর নির্বাচনীয় প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট এম মুজিবুর রহমান কিসলু বলেন, বরগুনা সদর উপজেলার রোডপারা বাজারে অবস্থিত নৌকা প্রতীকের ২টি নির্বাচনী ক্যাম্পে আগুন লাগায় দুর্বৃত্তরা। অগ্নিসংযোগ করা দুটি ক্যাম্পের মধ্যে একটি ক্যাম্পের সাটার ভেঙে অগ্নিসংযোগ করা হয়। তবে এঘটনায় নৌকার কোনো কর্মী হতাহত হয়নি।  

স্থানীয় নেতাকর্মীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, প্রতিপক্ষরা প্রতিহিংসার কারণে এবং নৌকার বিজয় সুনিশ্চিত জেনেই এই ধরনের ঘৃণিত কর্মকাণ্ড ঘটিয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরগুনা জেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কাদের বলেন, সাধারণ ভোটারদের মনে ভয়-ভিত্তি দেখানোর জন্যই অগ্নিসংযোগ করছে দুর্বৃত্তরা। তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে চায়। যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তাদের শনাক্ত করে দেশের প্রচলিত আইনে আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আমরা চাই বরগুনা দুটি আসনে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পরিবেশে দল-মত নির্বিশেষে একটি গ্রহণযোগ্যমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক।

বরগুনা -১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯১০ জন। এর মধ্যে নারী ২ লাখ ৪২ হাজার ১৬৬ ও পুরুষ ২ লাখ ৪১ হাজার ৭৪৪ জন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।