ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ভোটকেন্দ্রে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
চুনারুঘাটে ভোটকেন্দ্রে আগুন

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অগ্নিকাণ্ডে একটি ভোটকেন্দ্রের আসবাবপত্র পুড়ে গেছে।  

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১২টায় চুনারুঘাট পৌরসভার ধলাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলিমা রায়হানা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ‘ রাত ১২টা ১০ মিনিটে ভোটকেন্দ্রের ভবনে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করলেও ভবনের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। ’ তবে এ ঘটনার সময় পর্যন্ত ভোটের সরঞ্জাম সেখানে পৌঁছায়নি।  

কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন প্রশ্নের জবাবে ইউএনও নীলিমা বলেন, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।