ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল এক্সপ্রেসে আগুন, শ্বাসনালী পোড়া তিন রোগী শঙ্কামুক্ত নয়: সামন্ত লাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
বেনাপোল এক্সপ্রেসে আগুন, শ্বাসনালী পোড়া তিন রোগী শঙ্কামুক্ত নয়: সামন্ত লাল

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনের পাশে গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় চিকিৎসকসহ দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়েছে। তাদের দগ্ধ অল্প হলেও শ্বাসনালী পোড়ার কারণে তারা শঙ্কামুক্ত নয়।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, দগ্ধ তিনজনের মধ্যে একজন চিকিৎসক কৌশিক বিশ্বাস (৩২)। বাকি দুজন হলেন আসিফ মোহাম্মদ খান (৩০) ও নাজিফ আলম (২২)।

এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের ডা. সামন্ত লাল সেন বলেন, শুনেছি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ আরও এক-দুইজন রোগী হাসপাতালে আসার সম্ভাবনা আছে। দগ্ধ তিনজন রোগীর মধ্যে দুজনকে এইচডিইউতে রাখা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে চলন্ত ট্রেনটিতে দুর্বৃত্তরা। এতে চারজন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।