ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল এক্সপ্রেসে আগুন: রাজবাড়ীর ৩ যাত্রী এখনও নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
বেনাপোল এক্সপ্রেসে আগুন: রাজবাড়ীর ৩ যাত্রী এখনও নিখোঁজ নিখোঁজ রাজবাড়ীর ৩ যাত্রী

রাজবাড়ী: ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় রাজবাড়ী জেলার ৩ যাত্রীর নিখোঁজের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ ৩ জনই আগুনে পুড়ে মারা গেছেন।

 

শুক্রবার (০৫ জানুয়ারি) রাজবাড়ী রেলস্টেশন হতে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটিতে যাত্রা করেছিলেন তারা।

এরা হলেন - রাজবাড়ী শহরের লক্ষীকোল গ্রামের এলিনা ইয়াসমিন (৪০), রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের চিত্তরঞ্জন প্রামাণিকের মেয়ে চন্দ্রিমা চৌধুরী সৌমি (২৪) ও একই জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড়ইচারা গ্রামের আবদুল হক মণ্ডলের ছেলে আবু তালহা (২৪)।

এলিনার ভাশুর মুরাদ হোসেন বলেন, এলিনা আমার ছোট ভাই সাজ্জাদের স্ত্রী। ১০ দিন আগে এলিনার বাবা মারা যাওয়ায় তিনি ঢাকা থেকে রাজবাড়ীতে এসেছিলেন। এলিনা শুক্রবার সন্ধ্যায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফিরছিলেন। তার পাঁচ মাসের সন্তানকে পাওয়া গেছে। কিন্তু এলিনা এখনও নিখোঁজ রয়েছেন।

চন্দ্রিমার ভাই শোভন প্রামাণিক বলেন, আমার ছোট বোন একটি বেসরকারি বিদ্যালয় থেকে ফার্মাসিস্ট বিভাগে পড়ালেখা করেছে। সে ঢাকার মোহাম্মদপুরে আমাদের সঙ্গে থাকে। কয়েকদিন আগে সে বাড়িতে গিয়েছিল। শুক্রবার বেনাপোল এক্সপ্রেসের ‘চ’ নম্বর বগিতে রওনা দেয়। দুর্ঘটনার পর থেকে চন্দ্রিমা নিখোঁজ রয়েছে। আমরা ঢাকার অনেকগুলো হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ নিয়েছি। আমরা তাকে কোথাও খুঁজে পাচ্ছি না।

আশিক হাসান সীমান্ত বলেন, আমার দুই চাচাতো ভাই আবু তালহা ও আবু তাসলাম ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনার পর আবু তাসলাম ট্রেন থেকে নেমে যেতে পেরেছে। কিন্তু আবু তালহা নামতে পারে নাই। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

রাজবাড়ীর স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, যশোর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে রাজবাড়ী রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রাজবাড়ী থেকে ৬৫ জনের মতো যাত্রী এই ট্রেনে গিয়েছিল।

উল্লেখ্য, শুক্রবার রাত নয়টার দিকে চলন্ত ট্রেনটিতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে। সায়দাবাদ এলাকা অতিক্রম করার সময় আগুনের ঘটনাটি ঘটনায় দুর্বৃত্তরা। ট্রেনটির চারটি বগিতে আগুন লাগে, তবে একদম পুড়ে গেছে তিনটি। আগুনে এখন পর্যন্ত দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।