ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত ১ ফাইল ছবি

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫, তবে পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পিছনের রেললাইনে টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ি সহকারী উপ-পরিদর্শক সানুমং মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। আশেপাশের লোকজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অসতর্কতাভাবে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে তিনি ওই এলাকায় ঘোরাঘুরি করতেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।