ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
আড়াইহাজারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে ১ কেজি গাঁজাসহ মো. সুজন মিয়া (৫১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সুজন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বহেরারচালা কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের আব্দুর রহিমের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় গোপন তথ্যের ভিত্তিতে মানিকপুর স্ট্যান্ডের বিশনন্দী ফেরিঘাটগামী পাকা রাস্তার ওপর ওই ব্যক্তি গাঁজা বিক্রি করার জন্য অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। সেখানে গিয়ে সুজন পালানোর চেষ্টা করলে ১ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।