ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় একদিন পর মিলল নিখোঁজ শিশুর মরদেহ, আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
পাবনায় একদিন পর মিলল নিখোঁজ শিশুর মরদেহ, আটক এক হত্যাকারী চাচাতো ভাই, বামে নিহত শিশু সালমান

পাবনা: নিখোঁজ হওয়ার একদিন পর পাবনার আতাইকুলা থেকে সালমান নামে এক শিশুর (৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

এ ঘটনায় শিশুটির চাচাতো ভাই ফয়সালকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত সালমান আতাইকুলা থানার সাদাল্লাপুর ইউনিয়নের আলোকচর গ্রামের ও আরিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হাশেমের সন্তান।  

পারিবারিক সূত্র জানায়, গতকাল সোমবার শিশুটি নিখোঁজ হয়। পরে এক ব্যক্তি মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে পুলিশকে জানায় তারা।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সন্দেহভাজন শিশুটির চাচাতো ভাই ফয়সালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি শিশুটিকে হত্যার কথা স্বীকার করেন। পরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার নিজ ঘরের একটি বাক্সের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরে একটি বাক্সের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় আতাইকুলা থানায় মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।