ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টমেটো কেনা নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
টমেটো কেনা নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: জেলার শিবচরে টমেটো কেনা নিয়ে ঝগড়ার জেরে বাধা দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত মো.শাকিল মাতুব্বর (১৮) নামের এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজে মারা গেছেন।  

এর আগে গত রোববার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার কাদিরপুর এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত হন তিনি।

পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (২০ জানুয়ারি) বিকেলে তার মৃত্যু হয়।  

নিহত শাকিল কাদিরপুর ইউনিয়নের ওকেলউদ্দিন মুন্সীকান্দি গ্রামের বাচ্চু মাতুব্বরের ছেলে।

জানা গেছে, গত রোববার বিকেলে কাদিরপুরে বাজার থেকে টমেটো কেনার সময় স্থানীয় ফারুক মাতুব্বরের সঙ্গে প্রতিপক্ষ বাশার মৃধার কথা কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ধারালো ছুরি দিয়ে শাকিলসহ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় শাকিলকে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।  

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার জানান, এ ঘটনায় শিবচর থানায় উভয় পক্ষের দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় পুলিশি নজরদারি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।