ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১৭১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
১৭১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৭১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি গুলশান বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জামাল উদ্দিন ও শেফালি খাতুন।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে মেরুল বাড্ডার প্রগতি সরণি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহবুবুল হক সজীব জানান, গোপন তথ্যের ভিত্তিতে মেরুল বাড্ডার প্রগতি সরণি এলাকায় অভিযান চালিয়ে ১৭১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।