ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেবহাটায় চার ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
দেবহাটায় চার ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা  

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২৯ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী পরিবেশ ছাড়পত্র নবায়ন না থাকায় দেবহাটার শ্রীরামপুরের আশুরা পারভীনের মেসার্স ডি আই ব্রিকস (রোমানা), কুলিয়ার মো. ফজলুর রহমানের মেসার্স জিহাদ ব্রিকস, হাদীপুরের মো. শফিক আহম্মেদের মেসার্স এস কে ব্রিকস ও মো. রেজোয়ান হোসেনের মেসার্স রূপা ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা ও একটি ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম।

তিনি জানান, পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।