ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফুলঝুড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ইউএনওর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
ফুলঝুড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ইউএনওর 

বরগুনা: বরগুনা সদর উপজেলায় আগুনে ২৫টি দোকান পুড়ে গেছে। সোমবার (২৯ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিঞা ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

ক্ষতিগ্রস্তরা হলেন- স্টুডিও ব্যবসায়ী ইলিয়াস, হোটেল ব্যবসায়ী মোতালেব, জুয়েলার্স ব্যবসায়ী সোহাগ কর্মকার, জুয়েলার্স ব্যবসায়ী শঙ্কর, স্টুডিও ব্যবসায়ী সন্তোষ রায়, মুদি মনোহারী ও কসমেটিকস ব্যবসায়ী রঞ্জিত দাস, কসমেটিক্স ব্যবসায়ী শাহজাহান, মোবাইল ও ইলেকট্রিক ব্যবসায়ী নয়ন, ইলেকট্রনিক্স ব্যবসায়ী সুজন, চা বিক্রেতা আশরাফ আলী, চা বিক্রেতা শাহীন, চা বিক্রেতা জালাল, চা বিক্রেতা জয়দেব, রনজিৎ দাস (গোডাউন), জাহাঙ্গীর তালুকদার (গোডাউন), মিষ্টির কারখানা কাঞ্চন মোনাই, ওয়ার্কশপ ব্যবসায়ী টিপু, ওয়ার্কশপ ব্যবসায়ী‌ হারুন, চা বিক্রেতা আলকাশ এবং চুল কাটার দোকানি বিকাশসহ আরও কয়েকজন।

সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মতিউর রহমান রাজা বলেন, আগুনে অন্তত ২৫টির বেশি দোকান পুড়ে ছাই হয়েছে। তার মতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার মতো।

বরগুনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিভে গেছে। আমরা আশঙ্কা করছি, ব্যবসায়ীদের বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহায়তা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।