ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ী চৌরাস্তায় বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
যাত্রাবাড়ী চৌরাস্তায় বাসে আগুন প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় নিউ যাত্রী সেবা নামে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস বলছে, বাসে গ্যাস লাইনের গোলযোগের কারণে এ ঘটনা ঘটল।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এসব তথ্য জানান।

তিনি জানান, দুপুর পৌনে দুইটার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় বাসে আগুন লাগার সংবাদে সেখানে দুটি ইউনিট পাঠানো হয়। পরে সোয়া দুইটার দিকে আগুন নির্বাপণ করা হয়।

যাত্রীদের বরাতে তিনি আরও জানান, নিউ যাত্রী সেবা নামে বাসটি ফেনী থেকে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় এলে ভেতরে থাকা গ্যাস লাইনের ত্রুটির কারণে আগুন ধরে যায়।

বাসের ভেতরে সিট ও ইঞ্জিনের অংশ পুড়ে গেলেও হতাহতের খবর নেই।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।