ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান, এনআইডি অনুবিভাগে ডিজি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান, এনআইডি অনুবিভাগে ডিজি

ঢাকা: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর উচ্চতর পদে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে নিয়োগ দেওয়া হয়েছে নতুন চেয়ারম্যান।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকারিয়া এখন থেকে সংস্থাটিতে এ পদে দায়িত্ব পালন করবেন।

তা ছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগেও মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে দায়িত্বপালন করবেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী।

একই সঙ্গে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোয় নতুন ডিজি নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির এ পদে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আবদুল কাইউম সরকার।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।