ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে কনস্টেবল নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
ময়মনসিংহে কনস্টেবল নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

ময়মনসিংহ: ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। নতুন করে এ নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ও ২৪ ফেব্রুয়ারি।

 

বুধবার (৩১ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের এডিশনাল ডিআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-১) মোহাম্মদ নাছিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সময়সূচি অনুযায়ী শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ২২ ও ২৪ ফেব্রুয়ারি সকাল ৮টায়, লিখিত পরীক্ষা ১৬ মার্চ সকাল ১০টায়, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ২৩ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার অন্যান্য নিয়মাবলি অপরিবর্তিত থাকবে।
 
এর আগে কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট আগামী ৮ ও ১০ মার্চ এবং লিখিত পরীক্ষা ২৮ মার্চ ও মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা ৪ এপ্রিল নির্ধারিত ছিল।

এজন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে গত ১৯ জানুয়ারি, চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

একই সঙ্গে পরিবর্তিত সময়সূচি বিভিন্ন মাধ্যমে প্রচার করে পরীক্ষার্থীদের জানানোর নির্দেশ দেওয়া হয় এ বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।