ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সেরা আঁকা ছবি নিয়ে রাজশাহীতে শিশু চিত্রকলা প্রদর্শনী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
সেরা আঁকা ছবি নিয়ে রাজশাহীতে শিশু চিত্রকলা প্রদর্শনী

রাজশাহী: বাছাইকৃত সেরা আঁকা ছবি নিয়ে রাজশাহীতে হয়ে গেল দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী। শিশু একাডেমির উদ্যোগে সারাদেশ থেকে প্রাপ্ত অংশগ্রহণকারীদের আঁকা ছবি থেকে বাছাইকৃত সেরা বিজয়ী ও নির্বাচিত ১০০ ছবি স্থান পেয়েছিল এ শিশু চিত্রকলা প্রদর্শনীতে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রদর্শনী চলে।

শুক্রবার সকাল ১০টায় রাজশাহী শিশু একাডেমির মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

এরপর ‘শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশিতে’ এ স্লোগানে দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনের আয়োজন করা হয়।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আশরাফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন- রাজশাহী শিশু একাডেমিতে কর্মরত শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের।  

আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ শিশু একাডেমির (ঢাকা) প্রোগ্রাম অফিসার লায়লা আরজুমান বানু।  

এছাড়া সেরা বিজয়ী শিশুদের মধ্যে সিরাজগঞ্জের মুশফিয়াত মাহাদিয়াত সদ্যশী বক্তব্য রাখে।

বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত শিশু চিত্রকলা অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিশু উপস্থিত ছিল। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেষে শিশু একাডেমির প্রশিক্ষণার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।