ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

মেট্রোরেলে হাফপাসের দাবি শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
মেট্রোরেলে হাফপাসের দাবি শিক্ষার্থীদের

ঢাকা: মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্যে হাফপাসের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার দাবিও জানায় তারা।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের সামনে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা।  

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বাসে শিক্ষার্থীদের হাফপাসের সুযোগ থাকলেও মেট্রোরেলে এই সুবিধাটা নেই। এর আগে মেট্রোরেল চালুর সময় হাফভাড়ার দাবি করা হয়েছিল। সে সময় মেট্রো কর্তৃপক্ষ সরকারের সঙ্গে আলোচনা করে ভাড়া কমানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। মেট্রোতে হাফপাস দাবি আদায় না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে।

মানববন্ধনে আগামীকাল রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফার্মগেট এলাকায় হাফপাসের দাবি আদায়ে বড় জমায়েত করার কর্মসূচি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
এনবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।