ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় সার্থক রায় নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

 

সার্থক রায় উপজেলার চালাষ গ্রামের কমল রায়ের ছেলে।

ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী জানান, দুপুরে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি ট্রাক একটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী সার্থক রায় ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত মোটরসাইকেল চালক তানজিল হাসান ইমরানকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও এর চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।