ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
বেনাপোল সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শ্যুটার গানহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন পুটখালী গ্রামের জালাল উদ্দিনের ছেলে রুবেল হোসেন ও একই গ্রামের খোকন ধাবকের ছেলে ইয়াসিন আলী।

যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মাসুদ জানান, সীমান্তবর্তী পুটখালি গ্রামে অস্ত্র নিয়ে কয়েকজন অবস্থান করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দুটি দেশি ওয়ান শ্যুটার গানসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় বিকেলে মামলা দিয়ে আটক দুজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।