ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোংলা বন্দর সচল রাখতে ইনারবারে ড্রেজিং শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
মোংলা বন্দর সচল রাখতে ইনারবারে ড্রেজিং শুরু

বাগেরহাট: বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর সচল রাখতে বন্দর চ্যানেলের ইনারবারে ড্রেজিং শুরু হয়েছে। সম্প্রতি চারটি কাটার সাকশন ড্রেজারের মাধ্যমে মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিংয়ের কাজ শুরু করা হয়েছে।

 

এর আগে ২০২১ সালেও ইনারবারে ড্রেজিং শুরু হয়েছিল। ৩৫ শতাংশ কাজ শেষ হওয়ার পরে ড্রেজিং করা মাটি ফেলার জায়গা সংকটের কারণে ২০২২ সালে ড্রেজিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় বন্দর কর্তৃপক্ষ।   এখন ড্রেজিংয়ের মাটি ফেলার জায়গার ব্যবস্থা হওয়ায় পুনরায় ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে।  

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

প্রায় এক বছর ড্রেজিং বন্ধ থাকায় চ্যানেলের কিছু স্থানে পলি জমে। যার কারণে নিয়মিতভাবে ৮.৫ মিটার ড্রাফটের জাহাজ এ বন্দরে আসতে পারছিল না। ড্রেজিংয়ের ফলে পুনরায় আবারও সাড়ে ৯ থেকে ১০ মিটার ড্রাফটের জাহাজ বন্দরে আসতে পারবে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে মোংলা বন্দর কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট রয়েছে। যেকোনো উপায়ে মোংলা বন্দরকে সচল রাখা হবে। ইনার বারে চলমান ড্রেজিং প্রকল্পটি শেষ হলে ৯.৫ থেকে ১০ মিটার ড্রাফটের জাহাজ অনায়াসে মোংলা বন্দরে আসতে পারবে।  অধিক ড্রাফটের জাহাজ বন্দরে আগমনের ফলে মোংলা বন্দরের আয় বাড়ার পাশাপাশি সরকারি রাজস্ব আয়ও বাড়বে বলে জানান বন্দরের চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা,  ০৬ ফেব্রুয়ারি, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।