ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ঋষি সুনাকের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ঋষি সুনাকের

ঢাকা: বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্ব বাড়ানো এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সহায়তা করার অঙ্গীকার করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক বার্তায় তিনি এ অঙ্গীকার করেন।

 

শেখ হাসিনাকে লেখা চিঠিতে ঋষি সুনাক বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহায়তা করার অঙ্গীকার করছি।

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে আপনি রেকর্ড গড়েছেন এবং সাম্প্রতিক বছরগুলোতে আপনার নেতৃত্বে বাংলাদেশে অসাধারণ উন্নয়ন হয়েছে।

দুই দেশের সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস ও বন্ধুত্বের ওপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে। এ সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠিত।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।