ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

জালে ধরা পড়ল ২৫ কেজির ‘জাভা মাছ’, দাম উঠল ৪ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
জালে ধরা পড়ল ২৫ কেজির ‘জাভা মাছ’, দাম উঠল ৪ লাখ টাকা

সাতক্ষীরা: সুন্দরবনে এবার জেলেদের জালে উঠলো ২৫ কেজি ৩৬০ গ্রাম ওজনের ‘জাভা মাছ’। যার দাম হাঁকা হচ্ছে চার লাখ টাকা।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাছটি নিয়ে লোকালয়ে আসেন জেলেরা।

জানা গেছে, সুন্দরবনের মালঞ্চ নদীর ফিরিঙ্গি খা‌লে মাছ শিকারকালে শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী গ্রামের শুকুর আলীর জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি নিয়ে তিনি রোববার সন্ধ্যায় লোকালয়ে ফেরেন।

শুকুর আলী জানান, মাছটির ওজন ২৫ কেজি ৩৬০ গ্রাম। এখন পর্যন্ত ব্যাপারীরা মাছ দাম বলেছেন তিন লাখ ৭৫ হাজার টাকা। কিন্তু চার লাখ হলে মাছটি বিক্রি করবো। সচরাচর এমন মাছ পাঁচ লাখের ওপরে বিক্রি হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।