ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার: জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মো. আসাদ উল্লাহ নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার ক্যাম্প-২০ এক্সটেনশন এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আসাদ ওই ক্যাম্পের এস-২/বি-৫ ব্লকের বাসিন্দা সিদ্দিক আহমেদের ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন ও স্থানীয়দের বরাতে ওসি শামীম বলেন, রোববার রাতে আসাদকে ১০-১৫ জন মুখোশধারী অজ্ঞাত সন্ত্রাসী তার নিজ ব্লকে গুলি করে ও কুপিয়ে হত্যার পরে ফেলে রেখে যায়।

এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হত্যাকারীরা পালিয়ে যায় জানিয়ে ওসি বলেন, কারা এবং কী কারণে এ হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এসবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।