ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অ্যাম্বুলেন্সে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল চিকিৎসকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
অ্যাম্বুলেন্সে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল চিকিৎসকের

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অ্যাম্বুলেন্সে কাভার্ডভ্যানের ধাক্কায় আবু নুর মোহাম্মদ মাসুম (৩৮) নামে এক আয়ুর্বেদিক চিকিৎসকের নিহত হয়েছেন। এ সময় তার ভাই মাসুদ রানা (৫০) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা পশ্চিম বাজারের দানবাক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মাসুম ও আহত মাসুদ রানা লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, আয়ুর্বেদিক চিকিৎসক মাসুমের অনেক জায়গায় রোগী দেখার চেম্বার রয়েছে। সোমবার সকালে তারা দুই ভাই অ্যাম্বুলেন্সযোগে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রাপথে অ্যাম্বুলেন্সটি নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় পৌঁছলে অ্যাম্বুলেন্সের সামনে থাকা ব্যানারটি তাদের গাড়ির চাকায় পেঁচিয়ে হঠাৎ রাস্তার মাঝামাঝিভাবে দাঁড়িয়ে যায়।  

এ সময় পেছনে থাকা একটি কাভার্ডভ্যান অ্যাম্বুলেন্সে সজোরে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটি উড়ে গিয়ে রাস্তার উল্টো পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই চিকিৎসকের মৃত্যু হয়।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যান পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।