ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
মেহেরপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

মেহেরপুর: সংবাদ সংগ্রহের সময় মেহেরপুরের দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জনের নামে ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে অভিযুক্ত করে মামলাটি করা হয়।

ভুক্তভোগী চ্যানেল টোয়েন্টিফোরের মেহেরপুর জেলার স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোনি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর দুই নম্বর অভিযুক্ত আমঝুপি গ্রামের জোয়ার্দার পাড়ার মোতাহার হোসেনের ছেলে আবু লায়েসকে (৫৮) গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে জিয়াউর রহমান নামে আরও একজনকে আটক করা হলেও যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি কোনি মিয়া জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। সবাইকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ, সোমবার বেলা ১২টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপিতে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হন। এ ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হন বেসরকারি টিভি ‘চ্যানেল ২৪’ এর মেহেরপুরের স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও জবাবদিহি পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সিরাজুদ্দৌলা পাভেল।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।